ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

বেনাপোল সীমান্ত থেকে স্বর্ণবারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার অগ্রভূলাট সীমান্ত থেকে (১) এপ্রিল বৃহস্পতিবার সকালে ১৫পিস স্বর্ণবারসহ মোঃ রানা হামিদ (২৬) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে খুলনা ২১ বর্ডার ব্যাটালিয়নের সদস্যরা। আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানাধীন খলশী গ্রামের মোঃ আব্দুল গফফারের ছেলে।



বিজিবি জানায়, গোপন সংবাদেও ভিত্তিতে জানতে পারি শার্শা থানার অগ্রভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের চালান পাচার হচ্ছে। এমন সংবাদেও ভিত্তিতে সীমান্তের পিলার  ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ১৫ পিস স্বর্ণবারসহ রানা হামিদ (২৬) নামে আসামীকে আটক করা হয়।



খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মঞ্জুর-ই এলাহী জানান, শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে রানা হামিদ নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করা হয়েছে । এসময় তার কাছ থেকে একটি ইজিবাইকসহ ১ কেজি ৭০০ গ্রাম (১৫) পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯৩ লক্ষ ৯৪ হাজার ৯৪৪ টাকা। আটককৃত আসামীকে স্বর্ণবার এবং ইজিবাইকসহ শার্শা থানায় সোর্পদ করা হবে।

ads

Our Facebook Page